হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে দুর্বৃত্তদের হাতুড়িপেটায় ২ যুবক আহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে দুই যুবককে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত দুই যুবককে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকায় এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

আহত মেহেদি হাসান (২৫) সদর উপজেলার কুলপদ্বী এলাকার এনসান মিয়ার ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেন। অপর আহত যুবক তুষার খান (২৬) একই এলাকার দেলোয়ার খানের ছেলে। তিনি ইজিবাইকের চালক।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, অফিসের কাজ শেষে শহরের ইটেরপুল থেকে নিজ বাড়িতে ইজিবাইকে করে ফিরছিলেন মেহেদি হাসান। কলেজগেট এলাকায় এলে কয়েক যুবক তাঁদের ইজিবাইকে ওঠেন। পরে ইজিবাইকটি ঘুরিয়ে খাগদীর দিকে নিয়ে যায়। সেখানে নিয়ে মেহেদি হাসান ও চালক তুষারকে হাতুড়িপেটা করে দুর্বৃত্তরা। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আহত মেহেদি হাসান বলেন, ‘ইজিবাইক থেকে নামিয়ে আমাদের দুজনকে ইচ্ছেমতো হাতুড়িপেটা করেছে ওই দুর্বৃত্তরা। পরে তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন যোগ দেয়। আমি এ ঘটনার বিচার চাই।’ 

ইজিবাইকের আহত চালক তুষারের মা রীনা বেগম বলেন, ‘আমার ছেলে ইজিবাইক চালিয়ে সংসার চালায়। আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই। তাই আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার চাই।’ 

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক জাহিদ আরেফিন বলেন, হাতুড়িপেটায় আহত হয়ে দুজন হাসপাতালে এসেছেন। তাঁদের চিকিৎসা চলছে। 

মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, হাতুড়িপেটার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল দুই জায়গাতেই পুলিশ পরিদর্শন করেছে। ভুক্তভোগীর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ