হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে জমিসংক্রান্ত বিরোধে দাদন চোকদার নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় মো. আরমানকে গ্রেপ্তার করেছে শিবচর থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় এ তথ্য জানান শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন। এর আগে রাজধানীর কাপ্তান বাজার এলাকা থেকে উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলামের নেতৃত্বে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরমান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের মৃত ছামাদ শেখের ছেলে। 

শিবচর থানাসূত্রে জানা গেছে, শিবচর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের মৃত আদম চোকদারের ছেলে দাদন চোকদারকে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৩ নভেম্বর দুপুরে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তাঁর এক পা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গুরুতর আহতাবস্থায় প্রথমে দাদন চোকদারকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওই দিন বিকেলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নেওয়ার পথে মারা যান তিনি। 

এ ঘটনায় পরদিন ২৪ নভেম্বর সকালে মৃত দাদন চোকদারের ভাই পান্নু চোকদার বাদী হয়ে নজরুল শেখ, সেলিম শেখসহ ১৩ জনের নাম উল্লেখসহ ১৫ জনকে অজ্ঞাত আসামি করে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা করার ১৫ দিন পর বিভিন্ন তথ্যপ্রযুক্তির সাহায্যে মামলার এক আসামি আরমানকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি মো. মিরাজ হোসেন বলেন, ‘চাঞ্চল্যকর এ হত্যা মামলার একজন আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছি। বাকিদের ধরতে আমরা কাজ করে যাচ্ছি।’ 

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ