হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর কুমার নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, মাদারীপুর

নিখোঁজের চার দিন পর মাদারীপুরের কুমার নদ থেকে শিশু আকাশ মজুমদারের (১০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ঘটকচর এলাকায় কুমার নদে একটি বাঁশঝাড়ে ভাসতে দেখা যায় মৃতদেহটি।

আকাশ মজুমদার সদর উপজেলার পেয়ারপুর গুচ্ছগ্রামের দেলোয়ার মজুমদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, সকালে ঘটকচর এলাকার কুমার নদে মধ্যে বাঁশঝাড়ে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তাঁরা শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে জানা যায় শিশুটির নাম আকাশ মজুমদার, সে চার দিন আগে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যাচ্ছিল না। মরদেহের একাধিক স্থান পচে গেছে।

শিশুর মা নয়ন তারা বলেন, ‘আমরা সরকারি গুচ্ছগ্রামে থাকি। চার দিন আগে আকাশ নিখোঁজ হয়। পরে কুমার নদে জাল ফেলে অনেক খোঁজা-খুঁজি করেছি, কিন্তু পাইনি। এখন মোর পোলার মরা লাশ পাইলাম।’

এব্যাপারে সদর থানার ওসি মো. কামরুল হোসেন জানান, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় কুমার নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের আবেদনের ভিত্তিতে তাঁদের কাছে মৃতদেহ বুঝিয়ে দেওয়া হয়। শিশুটি চার দিন ধরে নিখোঁজ ছিল।’

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ