হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের পেয়ারপুর-ঘটকচর আঞ্চলিক সড়কে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাকিব ব্যাপারী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রাকিবের চাচা রবিন ব্যাপারীও গুরুতর আহত হন। নিহত রাকিব মাদারীপুরের ভদ্রখোলা এলাকার রাজ্জাক ব্যাপারীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে রাকিব ও তাঁর চাচা রবিন মোটরসাইকেলে করে ঘটকচর এলাকায় আত্মীয়ের বাড়িতে যান। সেখান থেকে ফেরার পথে পেয়ারপুর-ঘটকচর আঞ্চলিক সড়কের মকবুল হোসেন প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের খালে পড়ে যায়। এতে রাকিব ও তাঁর চাচা গুরুতর আহত হন। 

স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে রবিনের বাবা শাহা ব্যাপারী বলেন, আজ মঙ্গলবার সকালে রাকিবের ঢাকায় যাওয়ার কথা ছিল। সবকিছু নিমেষেই শেষ হয়ে গেল। অনেক কষ্টে ধারদেনা করে বিদেশে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তাঁর। 

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাজৈরে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে