হোম > সারা দেশ > মাদারীপুর

নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপের ধাক্কায় আহত ১, ২টি দোকান তছনছ 

প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর) 

মাদারীপুরের রাজৈর বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে রাজৈর থানা-পুলিশের পিকআপের চাপায় একজন আহত হয়েছেন, এতে দুটি দোকান ভেঙে গেছে। আজ শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় আহত হয়েছেন জগদীশ জুয়েলার্সের মালিক সুশান্ত সাহা (৪০)। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুলিশের একটি পিকআপ রাজৈর বাস স্ট্যান্ড দিক থেকে রাজৈর থানায় যাওয়ার পথে রাজৈর ইউনিয়ন পরিষদের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রহমতউল্লাহ গার্মেন্টস ও জগদীশ জুয়েলার্সকে ধাক্কা দেয়। এ সময় দুইটি দোকান ভেঙে যায়। এ সময় দোকানের মধ্যে থাকা জগদীশ জুয়েলার্সের মালিক সুশান্ত সাহা (৪০) গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাঁকে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

রহমাতুল্লাহ গার্মেন্টসের মালিক নাসির উদ্দিন বলেন, দোকানের বিপরীত পাশে দুইটি পিকআপ দাঁড়িয়ে ছিল তা পাশ কাটিয়ে পুলিশের পিকআপটি যাওয়ার সময় জগদিশ জুয়েলার্সকে ধাক্কা দেয়। এর ফলে জগদীশ জুয়েলার্স ও আমার দোকানটি ভেঙে গেছে। এতে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে কেউ আসেনি এবং আমাদের কোন সান্ত্বনা দেয়নি কেউ। তবে আমরা আমাদের দোকানের ক্ষতিপূরণ চাই। 

ভুক্তভোগী ব্যবসায়ী সুশান্ত সাহা অভিযোগ করে বলেন, হঠাৎ থানার একটি গাড়ি এসে আমার দোকানকে ধাক্কা দেয়। আমি দোকানের ভেতরে ছিলাম, পিকআপের ধাক্কায় শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছি। এতে আমার দোকানের অনেক ক্ষতি হয়েছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ সাদি জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের