হোম > সারা দেশ > মাদারীপুর

হুমকি থাকলে আমরা সমন্বয় করে মোকাবিলা করব: আইজিপি

মাদারীপুর প্রতিনিধি

পদ্মা সেতু ঘিরে প্রধানমন্ত্রীসহ যেকোনো বিষয়ে কোনো থ্রেট থাকলে আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তা মোকাবিলা করব বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট এলাকায় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি। 

বেনজির আহমেদ বলেন, ‘পদ্মা সেতু জাতীয় বিষয়। এটাকে কেন্দ্র করে সারা দেশ উদ্‌যাপন করছে। আমরা চেষ্টা করব নিরাপত্তা দেওয়ার। এর পাশাপাশি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও উৎসব করা হবে। সেখানে দেশের নানা শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা প্রতিটি অনুষ্ঠান নিবিড়ভাবে দেখভাল করছি, যাতে কেউ অপ্রীতিকর কিছু করতে না পারে।’ 

এ সময় তিনি উদ্‌যাপনের নানা দিক এবং পুলিশের নিরাপত্তা জোরদারের বিষয়টি তুলে ধরেন। আইজিপি বলেন, ‘পদ্মা সেতু শুধু আমাদের দেশের ইস্যু নয়, এটা আন্তর্জাতিক পরিমণ্ডলেও আলোচনায় রয়েছে। তাই যে কোনো হুমকি মোকাবিলায় গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করা হবে।’ এ সময় তিনি সভাস্থল পরিদর্শন করে সার্বিক খোঁজ-খবর নেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।  

এর আগে সকাল সাড়ে ৮টায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ প্রশাসনের ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সভাস্থল ঘিরে ছয় স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। 

শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বেলা ১১টায় মাদারীপুরের বাংলাবাজার ঘাটে জনসভায় যোগ দেবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ লাখ লোক সমাগমের পরিকল্পনা রয়েছে। ঘাট এলাকায় প্রায় ৮ কিলোমিটারজুড়ে নিরাপত্তার জন্য সিসিটিভি বসানো হয়েছে।

রাজৈরে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে