ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করলে ছাত্রলীগের নেতা–কর্মীরা তাঁদের বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।
আহত ব্যক্তিরা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় এলাকার গোলাম মাওলা মুন্সির মেয়ে সামিয়া আক্তার (১৮), মাদারীপুর শহরের পানিছত্র এলাকার সেলিম মিয়ার মেয়ে তানজিলা আক্তার (১৮), কাজী আল-আমিন (২২)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁরা সবাই মাদারীপুর সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।
একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে। এতে আন্দোলনকারী চার শিক্ষার্থী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।