হোম > সারা দেশ > মাদারীপুর

লকডাউন, মাদারীপুরের শিবচরের বাজারে উপচে পড়া ভিড়

প্রতিনিধি, শিবচর

করোনা সংক্রমণ রোধে সরকার লকডাউন ঘোষণা করায় মাদারীপুরের শিবচরে নিত্যপণ্যের বাজারে হঠাৎ উপচে পড়া ভিড় শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে ক্রেতাদের অগ্রিম কেনাকাটা চোখে পড়েছে। ক্রেতারা আগাম চাল, ডাল, কাঁচাবাজারের পাশাপাশি মাছ-মাংসও কিনে রাখছেন।

সালেহ আহমেদ নামের এক ক্রেতা বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। এই সময়ে যাতে খাদ্য সংকট তৈরি না হয় সেজন্য আগাম বাজার করে রাখছেন।

এক সপ্তাহ লকডাউনের এ ঘোষণাকে অনেকে সতর্কতা হিসেবে গ্রহণ করেছেন। এ লকডাউন আরও বাড়তে পারে বলে ভাবছেন অনেকে। এক সপ্তাহ পরে সরকার লকডাউনের মেয়াদ বাড়ালে খাদ্য সংকট দেখা দিতে পারে এমন শঙ্কায় এক মাসের বাজার করেছেন রশিদ নামের এক ক্রেতা।

এদিকে লকডাউনের সুযোগে কিছু পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের কোন নজরদারি চোখে পড়েনি।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার নামে মজুত করতে চাইলে বা ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বেশি নিলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজৈরে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে