হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে মাহিন্দ্র উল্টে চালক ও সহযোগী নিহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে মাহিন্দ্র গাড়ি উল্টে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পথচারী আহত হয়েছেন। 

আজ সোমবার সকাল ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মাহিন্দ্রচালক এনামুল হোসেন (২৫) ও চালকের সহযোগী আরিফ শিকদার (১৭)। 

নিহত চালক এনামুল নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকার সরাফাত আলী মীরার ছেলে। চালকের সহযোগী আরিফ শিকদার মাদারীপুর সদর উপজেলার মধ্যচক গ্রামের আনোয়ার শিকদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল সকালে সহযোগী আরিফকে সঙ্গে নিয়ে পখিরা এলাকার ফারুক হাওলাদারের গ্যারেজ থেকে মাহিন্দ্র গাড়ি নিয়ে বের হন। সড়কে উঠতে গিয়ে চালক এনামুল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায় মাহিন্দ্রটি উল্টে যায়। এতে চালক এনামুল ও তাঁর সহযোগী আরিফ ঘটনাস্থলে মারা যান। এ সময় সড়কের পাশে থাকা দুই পথচারীও আহত হন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, মাহিন্দ্র উল্টে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। গ্যারেজ থেকে গাড়িটি বের করে সড়কে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে।

রাজৈরে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে