হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে মাহিন্দ্র উল্টে চালক ও সহযোগী নিহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে মাহিন্দ্র গাড়ি উল্টে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পথচারী আহত হয়েছেন। 

আজ সোমবার সকাল ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মাহিন্দ্রচালক এনামুল হোসেন (২৫) ও চালকের সহযোগী আরিফ শিকদার (১৭)। 

নিহত চালক এনামুল নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকার সরাফাত আলী মীরার ছেলে। চালকের সহযোগী আরিফ শিকদার মাদারীপুর সদর উপজেলার মধ্যচক গ্রামের আনোয়ার শিকদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল সকালে সহযোগী আরিফকে সঙ্গে নিয়ে পখিরা এলাকার ফারুক হাওলাদারের গ্যারেজ থেকে মাহিন্দ্র গাড়ি নিয়ে বের হন। সড়কে উঠতে গিয়ে চালক এনামুল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায় মাহিন্দ্রটি উল্টে যায়। এতে চালক এনামুল ও তাঁর সহযোগী আরিফ ঘটনাস্থলে মারা যান। এ সময় সড়কের পাশে থাকা দুই পথচারীও আহত হন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, মাহিন্দ্র উল্টে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। গ্যারেজ থেকে গাড়িটি বের করে সড়কে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের