হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে মারামারি থামাতে গিয়ে যুবক টেঁটাবিদ্ধ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে টেঁটাবিদ্ধ হয়েছেন মিজান কাজী (৪০) নামের এক যুবক। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ গ্রামের ওই ঘটনায় আহত মিজানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই এলাকার কাজী এনায়েত হোসেনের ছেলে।

পুলিশ ও মিজানের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার প্রথম রোজার ইফতারের পর গ্রামের একটি মসজিদে মাগরিবের নামাজ পড়েন মিজান। নামাজ শেষে মসজিদের সামনে কিশোরদের দুই পক্ষে হট্টগোল বাধে। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন মিজান। এ সময় ওই এলাকার ফজল চৌধুরীর ছেলে ড্যানি চৌধুরী টেঁটা দিয়ে পেছন থেকে মিজানকে আঘাত করেন। তাতে স্থানীয়রা এগিয়ে এলে ওরা পালিয়ে যায়। পরে টেঁটাবিদ্ধ মিজানকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। 

আহত মিজান কাজী বলেন, ‘ড্যানি চৌধুরী আমাকে পেছন থেকে টেঁটা দিয়ে আঘাত করেছে। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন ছিল।’ 

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালমান চৌধুরী বলেন, টেঁটাবিদ্ধ ওই যুবক হাসপাতালে ভর্তি আছেন। তাঁর পিঠে আঘাত করা হয়েছে। 

ঘটনার পর থেকে ড্যানি চৌধুরী পলাতক রয়েছেন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় দুটি পক্ষ প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে মারামারি করে। মিজান নামের একজনকে জখম করার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

রাজৈরে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে