মাদারীপুর শহরে সৌরভ হোসেন (২৩) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে শহরের নুরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
সৌরভ হোসেন ২ নম্বর শকুনি এলাকার শাহাদাৎ হোসেনের ছেলে।
সৌরভের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
পরিবারের বরাত দিয়ে ওসি মনোয়ার জানান, সৌরভ গত শুক্রবার সকালে তাবলিগ জামায়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আজ সকালে নুরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের চাচা কামাল হোসেন বলেন, ‘সৌরভ শুক্রবার তাবলিগে যাওয়ার কথা বলে বের হয়। আমরা ভেবেছিলাম সে তাবলিগে আছে। আমাদের ধারণা, তাকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে। তার হত্যাকারীদের বিচার চাই।’