হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে বিবাহ-বহির্ভূত সম্পর্কের বলি আড়াই বছরের শিশু, মা পুলিশি হেফাজতে

মাদারীপুর প্রতিনিধি

ইমতিয়াজ। ছবি: সংগৃহীত

মাদারীপুরে বিবাহ-বহির্ভূত সম্পর্কের বলি হয়েছে আড়াই বছরের শিশু ইমতিয়াজ। এ ঘটনায় ছেলেটির মা শারমিন আক্তারকে (৩৫) আটক করেছে পুলিশ।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট এলাকার মালয়েশিয়াপ্রবাসী দবির ব্যাপারীর স্ত্রী শারমিন আক্তার বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। শারমিন আক্তার তাঁর চাচাশ্বশুর আমির ব্যাপারীর সঙ্গে পরকীয়ায় জড়ান। এক মাস আগে দবির ব্যাপারীকে ডিভোর্স দিয়ে ছেলে ইমতিয়াজকে নিয়ে ঢাকায় চলে যান। ঢাকার কেরানীগঞ্জে বাসা ভাড়া নিয়ে আমির ব্যাপারীর সঙ্গে বসবাস শুরু করেন।

গতকাল সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে শিশু ইমতিয়াজের মরদেহ দাফনের জন্য মাদারীপুর খোয়াজপুরের শিশুটির বাবা দবির ব্যাপারীর বাড়িতে নিয়ে আসেন। মরদেহ দেখে ওই বাড়িতে শুরু হয় হট্টগোল। পরে আজ মঙ্গলবার সকালে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মা শারমিন আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে আড়াই বছরের শিশুকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর লাশটি গ্রামের বাড়ি নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করলে সবকিছু বেরিয়ে আসবে।

নিহত শিশুর চাচা ফেরদৌস ব্যাপারী বলেন, শারমিন বিবাহ-বহির্ভূত সম্পর্কের কারণেই ইমতিয়াজকে হত্যা করেছে। তাই এই ঘটনার তদন্ত করে হত্যাকারীর বিচারের দাবি করছি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শেখ সাব্বির হোসেন বলেন, শিশুটির মরদেহ ঢাকার কেরানীগঞ্জ থেকে মাদারীপুরে নিয়ে আসা হয়। স্বজনদের অভিযোগ মাথায় নিয়ে পুলিশ কাজ শুরু করছে। অভিযুক্ত শারমিন আক্তারকে পুলিশি হেফাজতে নেওয়া হবে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বপ্নের দেশে যাত্রা: এক মাস ধরে যোগাযোগ বন্ধ, অবশেষে বাড়িতে এল নৌকাডুবির খবর

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান