হোম > সারা দেশ > মাদারীপুর

‘বিএনপি দেশের গণতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে নীলনকশা করছে’

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

‘বিএনপি দেশের গণতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে নীলনকশা করছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী। গতকাল শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

চিফ হুইপ বলেন, ‘নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনের যেমন দায়িত্ব আছে, তেমনি রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে। যদি সব দল নির্বাচনে অংশ নেয়, তবে অবশ্যই নির্বাচন সুষ্ঠু ও প্রতিযোগিতাপূর্ণ হবে। বিএনপি নির্বাচন সিস্টেমটা নষ্ট করতে চাইছে। এ জন্যই তারা বারবার নির্বাচন বয়কট করছে।’  

নূর ই আলম চৌধুরী বলেন, ‘আমার মনে হয় বিএনপির কোনো নীলনকশা আছে। বঙ্গবন্ধুকে হত্যার পর যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, সেই আলোকেই তারা একটা নীলনকশা করেছে। সেই আলোকেই তারা চাইছে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া যাতে প্রশ্নবিদ্ধ করা যায়। আগামী নির্বাচনে তারা ষড়যন্ত্রের নতুন কোনো পথ খুঁজছে।’ 

এদিন চিফ হুইপ উপজেলার কাদিরপুর আমেনিয়া আমজাদিয়া সিনিয়র মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তরসহ আরও তিনটি প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করেন। 

এ ছাড়া তিনি শিবচর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মরহুম কাদির উকিলের কবর জিয়ারত করেন। এ ছাড়া অসুস্থ আওয়ামী লীগ নেতা মোতাহার খানের বাসায় তাঁকে দেখতে যান। 

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ