হোম > সারা দেশ > লালমনিরহাট

আদিতমারী সীমান্তে শিশুসহ ১০ জনকে পুশ ইন

লালমনিরহাট প্রতিনিধি 

আদিতমারীর দুর্গাপুর সীমান্তে ১০ জনকে পুশ ইন করেছে বিএসএফ। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের আদিতমারী সীমান্ত দিয়ে চার শিশুসহ ১০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৫ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তিরা হলেন জেলার ফুলবাড়ী উপজেলার মন্টু রায়, তাঁর স্ত্রী অর্চনা রানী, ছেলে পলাশ রায়, মেয়ে মিশু রানী, মহেন্দ্র চন্দ্র রায়ের মেয়ে ফুলরানী রায়, তাঁর ভাই হরি কান্ত রায়, অনন্ত চন্দ্র বর্মণের ছেলে কৃষ্ণ চন্দ্র বর্মণ, হরিকান্ত বর্মণের মেয়ে সুরভী, হরিকার মেয়ে স্বপ্না বর্মণ, পিটা পলাশের মেয়ে পল্লবী রায়।

বিজিবি ও পুলিশ জানায়, গভীর রাতে দুর্গাপুর সীমান্ত অতিক্রম করে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। পরে তাদের সীমান্তের অভ্যন্তরে ঘোরাফেরা করতে দেখে আটক করেন বিজিবি দুর্গাপুর ক্যাম্পের সদস্যরা। তারা বাংলাদেশি দাবি করে পরিচয় দিলে তাৎক্ষণিক তাদের পরিবারে খবর পাঠায় বিজিবি। সে অনুযায়ী তাদের পরিচয় শনাক্ত করে আটক ব্যক্তিদের আদিতমারী থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, বিজিবি ১০ জনকে আটক করে থানায় নিয়ে আসে। তারা সবাই জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। কাজের সন্ধানে ভারতে ছিলেন দীর্ঘদিন। পরে তাদের পরিচয় শনাক্ত করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, পুশ ইন হয়ে আসা ব্যক্তিদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তারা নিজেদের বাংলাদেশি দাবি করেছে। পরিচয় নিশ্চিত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ।

লে. কর্নেল মেহেদী ইমাম আরও বলেন, এ বিষয়ে বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। এখনো কোনো সাড়া মেলেনি।

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

ফসলি জমি থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

সীমান্তে ছররা গুলি ছুড়েছে বিএসএফ, পতাকা বৈঠকে অসম্মতি

বুড়িমারী স্থলবন্দর: ভারতীয় ট্রাক থেকে ওষুধ ও সিসা জব্দ, চালক আটক

সীমান্তে সাউন্ড গ্রেনেড ছুড়ল বিএসএফ

মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তিস্তার তীরে দর্শনার্থীর ভিড়

ধর্ষণচেষ্টার মামলায় কারাগারে থাকা বিএনপি নেতাকে অব্যাহতি