হোম > সারা দেশ > লালমনিরহাট

গরু বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-ছেলের

লালমনিরহাট প্রতিনিধি 

মা ও ছেলের মৃত্যুতে শোকাহত প্রতিবেশীরা। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের কালীগঞ্জে একটি গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন ওই গ্রামের জামাল হোসেন (৩০) ও তাঁর মা কমলা বেগম (৬৫)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে নিজেদের একটি গরু ছুটে একটি ঘরে ঢুকে পড়ে। ওই ঘরে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চার্জে রাখা ছিল। ছোটাছুটি করতে গিয়ে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে বিদ্যুতায়িত হয়ে পড়ে গরুটি। এ সময় গরুটিকে বাঁচাতে এগিয়ে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়েন জামাল হোসেন। তখন ছেলেকে বাঁচাতে গিয়ে মা কমলা বেগমও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মা-ছেলের লাশ উদ্ধার করে।

মৃত জামালের বোন নাজমা বেগম বলেন, ‘ঘটনা বুঝতে পেয়ে আমি বাড়ির প্রধান সুইচ বন্ধ করে মা ও ভাইকে উদ্ধার করি। কিন্তু ততক্ষণে তাঁদের মৃত্যু হয়েছে।’ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অর্থাভাবে নিভে যাচ্ছে শিশু সাব্বিরের চোখের আলো

সার সংকটে ক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ

ফসলি জমি থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

সীমান্তে ছররা গুলি ছুড়েছে বিএসএফ, পতাকা বৈঠকে অসম্মতি

বুড়িমারী স্থলবন্দর: ভারতীয় ট্রাক থেকে ওষুধ ও সিসা জব্দ, চালক আটক

সীমান্তে সাউন্ড গ্রেনেড ছুড়ল বিএসএফ

মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তিস্তার তীরে দর্শনার্থীর ভিড়

ধর্ষণচেষ্টার মামলায় কারাগারে থাকা বিএনপি নেতাকে অব্যাহতি