হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে তারাবি পড়া অবস্থায় স্কুলশিক্ষকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

শরীফ হোসেন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে তারাবি নামাজ পড়া অবস্থায় শরীফ হোসেন (৪৫) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১ মার্চ) রাত ৯টার দিকে জেলা স্টেডিয়াম এলাকার ভূঁইয়া বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

শরীফ হোসেন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা আরজান পাটোয়ারী বাড়ির মৃত সেলিম পাটোয়ারীর ছেলে। তিনি জেলা স্টেডিয়াম এলাকার ইকরা পয়েন্ট ইসলামি একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। স্ত্রী, সন্তানসহ তিনি স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

শরীফ হোসেনের বড় ছেলে আহনাফ শাহরিয়ার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আব্বু সুস্থ ছিলেন। গত রাতে মসজিদে তারাবি পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আমাদের একা করে আব্বু চলে গেলেন। সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমার আব্বুকে জান্নাতবাসী করেন।’

স্টেডিয়াম এলাকার ব্যবসায়ী ও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মেহেরুল হাসান রাজু বলেন, ‘শরীফ হোসেন ভালো ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। প্রতিদিন তিনি মসজিদে জামাতে নামাজ পড়তেন। তিনি একটি স্কুলের দায়িত্বে ছিলেন। তাঁর এমন মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শরীফ হোসেন অনেক ভালো মানুষ ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা