লক্ষ্মীপুরে আল মঈন ইসলামি একাডেমির শিক্ষকের নির্যাতনে হিফজ বিভাগের শিক্ষার্থী ছামিন হোসেনের (৭) মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমানকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু সুফিয়ান মোহাম্মদ নোমান এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আদালতে সদর থানা-পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমানের ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করেন।
শনিবার দুই পক্ষের শুনানি শেষে আদালত মাহমুদুর রহমানকে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে ১৪ মে শিক্ষার্থী ছামিন হোসেনকে মাদ্রাসায় নির্যাতনে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। একই দিন রাতে সদর থানায় শিক্ষার্থীর বাবা হুমায়ুন মাতব্বর বাদী হয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওরানা বসির আহমেদ ও শিক্ষক মাহমুদুর রহমানসহ তিনজনের নাম উল্লেখ করে আরও ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন। এই মামলায় অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।