হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে আ. লীগ সভাপতির বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীকে হত্যার হুমকির অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামছুল আলম বাবুলকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর বিরুদ্ধে তিনি এই অভিযোগ করেছেন। হাজিরপাড়া বাজার ও চরচামিতা বাজারে তাঁর নির্বাচনী কার্যালয় বন্ধ করে দেয় আওয়ামী লীগ নেতা পিংকুসহ নৌকার সমর্থকেরা। 

এসব ঘটনায় জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে বাবুল লিখিত অভিযোগ দায়ের করেছেন। আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাবুল। 

বাবুল হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি। বিদ্রোহী প্রার্থী হওয়ায় গত বুধবার তাঁকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা পিংকু ও নৌকার প্রার্থী নুরুল মোরছালিন মাছরুরসহ তাঁদের সমর্থকেরা বিভিন্নভাবে বাবুলকে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দিচ্ছেন। এতে রাজি না হওয়ায় বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয় ৷

গত শুক্রবার রাতে ইউনিয়নের হাজিরপাড়া বাজার ও চরচামিতা বাজার এলাকায় তাঁর নির্বাচনী কার্যালয় বন্ধ করে দেয় নৌকার সমর্থকেরা। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার আশঙ্কা রয়েছে। এ জন্য ভোটার ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাবুল। 

শামছুল আলম বাবুল বলেন, ‘আমার জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগ নেতা পিংকুসহ নৌকার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠেছে। তাঁরা আমাকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিয়ে আসছে। আমার নির্বাচনী কার্যালয় বন্ধ করে দিয়ে তাঁরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।’ 

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, ‘বাবুল মিথ্যাবাদী। নৌকার পক্ষে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ। এ জন্য তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা ঘটনা রটাচ্ছে। তাঁকে বাধা ও হুমকি দেওয়ার কিছুই নেই।’ 

জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘শামছুল আলমের অভিযোগটি পেয়েছি। অভিযোগের ভিত্তিতে নির্বাচনী আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।’ 

তবে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি জানাননি এই কর্মকর্তা। 

উল্লেখ্য, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আগামী ২৬ ডিসেম্বর হাজিরপাড়াসহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে হাজিরপাড়া, উত্তর জয়পুর ও ভবানীগঞ্জ ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ হবে। 

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন