হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

আরমান হোসেন ভূঁইয়া। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চার শিক্ষার্থী হত্যার মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা আরমান হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা আরমান হোসেন ভূঁইয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গতকাল রোববার রাতে রায়পুর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে আরমান হোসেনকে গ্রেপ্তার করা হয়। আরমান হোসেন ভূঁইয়া লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আরমান ও তাঁর অনুসারীরা ঝুমুর এলাকায় শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায়; এতে চার শিক্ষার্থী নিহত হন এবং বহু শিক্ষার্থী আহত হন।

এসব ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ কয়েক হাজার নেতা-কর্মীকে আসামি করে পৃথক চারটি মামলা করা হয়। এসব মামলায় এখন পর্যন্ত প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আরমান সদর থানায় দায়ের করা চার শিক্ষার্থী হত্যার মামলায় অভিযুক্ত। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন