হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

গৃহবধূকে মাথা ন্যাড়া করার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা, কারাগারে ননদ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে যৌতুক না পেয়ে গৃহবধূকে হাত-পা বেঁধে মাথা ন্যাড়া করার ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। ওই নারী বাদী হয়ে মঙ্গলবার রাত ১২টার দিকে সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলায় স্বামী মো. হাসান, শ্বশুর কাঞ্চন মাঝি, ননদ পাখি বেগম ও শাশুড়িকে আসামি করা হয়। 

এদিকে আটক ননদ পাখি বেগমকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, গৃহবধূকে যৌতুকের জন্য নির্যাতন করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ননদ পাখি বেগমকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি। 

উল্লেখ্য, গত রোববার রাতে যৌতুকের ৩ লাখ টাকা না পেয়ে স্বামী, শাশুড়ি ও ননদ গৃহবধূ রুমা আক্তারকে হাত-পা বেঁধে ব্লেড দিয়ে মাথা ন্যাড়া করে নির্যাতন চালান। পরে ঘরে বেঁধে রেখে পালিয়ে যান সবাই। এই সুযোগে আত্মীয়স্বজনের কাছে বিষয়টি জানান ওই গৃহবধূ। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন সজীবসহ এলাকাবাসী তাঁকে উদ্ধার করেন। 

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন