হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের জয়

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ফোরামের প্যানেল থেকে সভাপতি আহাম্মদ ফেরদৌস মানিক ও সম্পাদক হাসান আল মাহমুদসহ ১০ জন নির্বাচিত হয়েছেন। আর আওয়ামী ফোরাম থেকে সহসাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু ও জাহাঙ্গীর আলমসহ পাঁচ পদে জয়ী হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১২টার দিকে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়। আইনজীবী সমিতির কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একেএম হুমায়ুন কবির। 

অ্যাডভোকেট একেএম হুমায়ুন কবির বলেন, ‘জেলা আইনজীবী সমিতির দুটি প্যানেল ও এক স্বতন্ত্র প্রার্থীসহ সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে আহম্মদ ফেরদৌস মানিক বেশি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। সম্পাদক পদে দুই প্যানেল থেকে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই পদে জাতীয়তাবাদী ফোরামের হাছান মাহমুদ সাধারণ সম্পাদক পদে জয়ী হন।’ আইনজীবী সমিতির ভোটার মোট সংখ্যা ৩৪৩ জন। এর মধ্যে ৩৩৫ জন ভোট দিয়েছেন বলে জানান তিনি। 

অন্য নির্বাচিতরা হলেন সহসভাপতি মো. শামসুদ্দিন ও জহুর আহম্মদ চৌধুরী, সহসম্পাদক রেজাউল করিম রাজু ও জাহাঙ্গীর আলম, অডিটর কামরুল হাসান রনি, পাঠাগারবিষয়ক সম্পাদক মু. মাহির আসহাব, সংস্কৃতিবিষয়ক সম্পাদক ফারুক হোসেন। 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যরা হলেন আকবর হোসেন, আনিসুল ইসলাম, আনোয়ার হোসেন ফিরোজ, দাউদ হোসেন, মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া ও সাইফ উদ্দিন খোকন। 

জানা গেছে, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী তিনজনের মধ্যে একজন বিএনপি ও দুজন আওয়ামী লীগের সমর্থিত। এঁদের মধ্যে জাতীয়তাবাদী ফোরামের প্রার্থী আহম্মদ ফেরদৌস মানিক পেয়েছেন ১২৯ ভোট। আর আওয়ামী ফোরামের প্রার্থী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন পেয়েছেন ১২৫ ভোট। আরেক সভাপতি প্রার্থী জি এস এম আবদুর নুর পেয়েছেন ৮০ ভোট। তিনি আওয়ামী লীগ সমর্থক। 

অন্যদিকে সম্পাদক পদে জাতীয়তাবাদী ফোরামের হাসান আল মাহমুদের প্রাপ্ত ভোট ২০৭, প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী ফোরামের প্রার্থী রহমত উল্লাহ বিপ্লব পেয়েছেন ১২২ ভোট। 

এদিকে রাতে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি প্যানেলের আইনজীবীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। 

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি