হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জ্যোতি বেগম (২২) ও তাঁর ছেলে সিহাব হোসেন (৩) নিহত হয়েছে। এ সময় পরিবারের আরও তিন সদস্য আহত হন। গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের তেরবেকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, শরীফ হোসেন, আবু তাহের ও রাজা মিয়া। তাঁদের মধ্যে শরীফ হোসেন ও আবু তাহেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জ্যোতি বেগম গুরুতর আহত শরীফ হোসেনের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাতে অসুস্থ জ্যোতি বেগমকে অটোরিকশায় করে সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। অটোরিকশাটি তেরবেকী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা জোনাকী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই মারা যান জ্যোতি বেগম। স্বামী শরীফ হোসেন, শিশুসন্তান সিহাব হোসেনসহ আরও চারজন গুরুতর আহত হন। তাঁদের প্রথমে সদর হাসপাতালে পরে ঢাকা নেওয়ার পথে শিশুসন্তান সিহাব হোসেন মারা যায়। আহত অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল বলেন, আহত তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় বাসচালককে আটক করার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫