হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে বিএনপির ৫৫ নেতা-কর্মীর জামিন মঞ্জুর

লক্ষ্মীপুর প্রতিনিধি

নাশকতা ও আওয়ামী লীগ অফিস ভাঙচুরের দুই মামলায় লক্ষ্মীপুরে রামগতি ও কমলনগর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫৫ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মমিনুল হক এই জামিন দেন। এর আগে জামিন পাওয়ায় ৫৫ নেতা-কর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত সবার জামিন মঞ্জুর করেন। নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী হারুনুর রশিদ ব্যাপারী।

হারুনুর রশিদ ব্যাপারী জানান, আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও নাশকতার অভিযোগে বিএনপির নেতা শাহ মো. শিব্বির, মাহবুবুর রহমান, অপরূপ দাস, ইব্রাহিম হোসেন, মোরশেদ আলম, আবু ছায়েদ দোলনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫৫ নেতা-কর্মী ও অজ্ঞাতনামা প্রায় ৩০০ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে হাইকোর্ট থেকে আগাম জামিন নেন নেতা-কর্মীরা। আজকে ওই মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন ৫৫ নেতা-কর্মী। পরে আদালত শুনানিতে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেন। এটি একটি সাজানো ও মিথ্যা মামলা ছিল। আসামিরা ন্যায়বিচার পাবেন বলে আশা করি।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জসিম উদ্দিন বলেন, আসামিরা আওয়ামী লীগের অফিসে নাশকতা-হামলা ও ভাঙচুর চালিয়েছে। এই মামলায় ৫৫ জন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের জামিন দেন। তবে এই জামিনের বিরুদ্ধে আপিল করা যায় কি না, সে বিষয়ে চিন্তা ভাবনা চলছে।

জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের জানান, রামগতি ও কমলনগরে আওয়ামী লীগের কোনো অফিসে হামলা বা ভাঙচুর করা হয়নি। আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিজেদের অফিস ভাঙচুর করে মিথ্যা গায়েবি মামলা দিয়েছেন। এসব মামলা ও হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। মামলা দুটি প্রত্যাহারের দাবি জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের ১১ ও ১২ ডিসেম্বর রাতে রামগতি ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। ওই দুই অফিস ভাঙচুর ও নাশকতার অভিযোগে ওই দিন রামগতি ও কমলনগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, আসামি ৩৮৭

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩