হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

শাহবাগ-যমুনার সামনে বসে তো যা-তা বলা যাবে না: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নে সোমবার বিকেলে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: আজকের পত্রিকা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে নিয়মতান্ত্রিক আন্দোলনের জায়গা থাকলেও কিছু ব্যক্তির আচরণ সেই ঐক্যকে প্রশ্নবিদ্ধ করছে। আজ সোমবার (১২ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘শাহবাগ কিংবা যমুনার মতো জায়গায় নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত। কিন্তু জাতীয় সংগীত গাওয়ার সময় বাধা দেওয়া, বিএনপির উদ্দেশে “ভুয়া” বলে স্লোগান তোলা—এসব আমাদের হৃদয়ে আঘাত হানে। স্বাধীন দেশে এ রকম আচরণ কাম্য নয়।’

মানুষের রাজনৈতিক মনোভাব পরিবর্তনের কথা তুলে ধরে এ্যানি বলেন, মানুষ এখন বারবার মিছিল-মিটিং চায় না। তারা পরিবর্তন চায়, দেশ গড়তে চায়। বিএনপি একদলীয় নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে দেশ পরিচালনায় বিশ্বাসী। যার প্রমাণ ৩১ দফা কর্মসূচি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, ‘সামনের দিনগুলো বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। জনগণের সরকার প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যই এখন মূল শক্তি।’

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরানসহ দলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫

লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ৫ রাইফেল ও একটি এলজি উদ্ধার

লক্ষ্মীপুরে ওয়ার্কশপে অস্ত্র তৈরির কারখানা, পিস্তল ও সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে বিএনপি কর্মী খুন: প্রধান অভিযুক্ত যুবদল কর্মী ঢাকা থেকে গ্রেপ্তার