হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

শাহবাগ-যমুনার সামনে বসে তো যা-তা বলা যাবে না: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নে সোমবার বিকেলে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: আজকের পত্রিকা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে নিয়মতান্ত্রিক আন্দোলনের জায়গা থাকলেও কিছু ব্যক্তির আচরণ সেই ঐক্যকে প্রশ্নবিদ্ধ করছে। আজ সোমবার (১২ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘শাহবাগ কিংবা যমুনার মতো জায়গায় নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত। কিন্তু জাতীয় সংগীত গাওয়ার সময় বাধা দেওয়া, বিএনপির উদ্দেশে “ভুয়া” বলে স্লোগান তোলা—এসব আমাদের হৃদয়ে আঘাত হানে। স্বাধীন দেশে এ রকম আচরণ কাম্য নয়।’

মানুষের রাজনৈতিক মনোভাব পরিবর্তনের কথা তুলে ধরে এ্যানি বলেন, মানুষ এখন বারবার মিছিল-মিটিং চায় না। তারা পরিবর্তন চায়, দেশ গড়তে চায়। বিএনপি একদলীয় নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে দেশ পরিচালনায় বিশ্বাসী। যার প্রমাণ ৩১ দফা কর্মসূচি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, ‘সামনের দিনগুলো বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। জনগণের সরকার প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যই এখন মূল শক্তি।’

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরানসহ দলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা