হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

অবৈধ পশুরহাট, ইউএনওকে দেখে পালালেন ভুয়া ইজারাদার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে বাজার ইজারা না নিয়ে পশুরহাট বসিয়েছেন আওয়ামী লীগ নেতা  সালা উদ্দিন সুমন। আজ শুক্রবার বিকেলে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস চরলরেন্স ওই পশুরহাট পরিদর্শনে যান। খবর পেয়েই হাট থেকে সটকে পড়েন সুমন। পরে ইউএনও ওই পশুরহাট বন্ধ করে দেন। 

খোঁজ নিয়ে জানা যায়, চর লরেন্স, মুন্সিরহাট, খায়েরহাট, ফজুমিয়ারহাট ও করুনানগর বাজারে অস্থায়ীভাবে পশুরহাটের জন্য ইউএনওর কার্যালয় থেকে দরপত্র আহ্বান করা হয়। সব বাজার ইজারা দেওয়া শেষ হওয়ার পর গত সোমবার সালা উদ্দিন সুমন চর লরেন্স বাজারের জন্য দরপত্র জমা দেন। কিন্তু সময় শেষ হয়ে যাওয়ায় সেটি গ্রহণ করা হয়নি। ফলে সেখানে পশুরহাটের ইজারা কেউ পায়নি। এরপরও চর লরেন্স ইউনিয়নের কমলনগর কলেজের পাশে পশুরহাট বসান সুমন। তিনি সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে সালা উদ্দিন সুমনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি রিসিভ করেননি।

কমলনগরের ইউএনও সুচিত্র রঞ্জন দাস বলেন, ইজারা না নিয়ে পশুরহাট বসানোর খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় আমাদের আসার খবরে সুমন পালিয়ে যান। অবৈধভাবে পশুরহাট বসানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫

লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ৫ রাইফেল ও একটি এলজি উদ্ধার

লক্ষ্মীপুরে ওয়ার্কশপে অস্ত্র তৈরির কারখানা, পিস্তল ও সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে বিএনপি কর্মী খুন: প্রধান অভিযুক্ত যুবদল কর্মী ঢাকা থেকে গ্রেপ্তার