ভুল বাসে করে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামে আসা তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ১১, ১০ ও ৭ বছর বয়সী এই শিশুরা সম্পর্কে বোন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আকবরশাহ থানাধীন একে খান মোড় থেকে তাদের উদ্ধার করা হয়। এরা লক্ষ্মীপুর জেলার রামগতি থানার পূর্ব চরকলা কুপা গ্রামের আবু তাহেরের মেয়ে।
আকবরশাহ থানার মো. জহির হোসেন আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।
জহির বলেন, ‘তারা ঈদের দিন এক ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে নিজের মতো বাড়িতে যাওয়ার জন্য রামগতি থেকে ভুল করে চট্টগ্রামগামী একটি বাসে উঠে পড়ে। ওই বাসে করে সন্ধ্যার দিকে তারা একে খান মোড়ে পৌঁছে। সেখানে নামার পরে কান্নাকাটি শুরু করে।’
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ শিশু তিনটিকে থানায় নিয়ে এসে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে। পরে রামগতি থেকে আসেন স্বজনেরা। থানা থেকে শিশু তিনটিকে নিয়ে গেছেন তাঁরা।