হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে তিন দিনে ৩৩৫ মামলা

প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। লকডাউনের চতুর্থ দিনে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কিছুটা বাড়লেও সবার মুখে রয়েছে মাস্ক। সাধারণ মানুষের মাঝে বাড়ছে সচেতনতা। 

আজ রোববার সরেজমিনে দেখা যায়, টানা চতুর্থ দিনের মতো লকডাউনে লক্ষ্মীপুরে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সেনাবাহিনীর সদস্যরা।

তৃতীয় দিনের লকডাউনে ১৭ অভিযানে ১২২টি মামলায় ৮০ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগের দিনে ২১৩টি মামলায় ২ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে তিন দিনে ৩৩৫ মামলায় ৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের গঠিত ১৭টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। শুধু কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করছে।

পাশাপাশি ৫টি উপজেলার প্রতিটি শপিং মলসহ দোকানপাট বন্ধ রয়েছে। সড়কগুলো রয়েছে ফাঁকা। সকাল থেকে জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। তবে খেটে খাওয়া শ্রমজীবীরা পড়েছেন চরম দুর্ভোগে।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, লকডাউন বাস্তবায়ন করতে জেলায় ১৮টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে। শহরে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। লকডাউনের তিন দিনে ৩৩৫ মামলায় ৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এটি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন