হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রামগতিতে দুই মেয়েসহ মা নিখোঁজ

প্রতিনিধি, রামগতি (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগতিতে গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ মা এবং তাঁর দুই মেয়ে। বড় মেয়েকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে মা এবং মেয়ে কেউ আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় মেয়ের বাবা মো. হেলাল গত বৃহস্পতিবার রাতে রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। 

হেলাল বলেন, গত বৃহস্পতিবার সকালে উপজেলার চর আলগী ইউনিয়নের চর নেয়ামত গ্রামের নিজ বাড়ি থেকে রামদয়াল বাজার আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমির উদ্দেশ্যে যাওয়ার পথে নিখোঁজ হন তাঁর স্ত্রী মারজাহান (২৭), বড় মেয়ে সুরাইয়া জাহান সামিয়া (৮) ছোট মেয়ে বিবি ফাতেমা (৪)। 

তিনি জানান, বড় মেয়ে সুরাইয়া জাহান সামিয়া দ্বিতীয় শ্রেণির পরীক্ষার্থী ছিল। গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সামিয়াকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য তার মা মারজাহান বাড়ি থেকে বের হয়। ওই সময় ছোট মেয়ে বিবি ফাতেমাকেও তাঁর সঙ্গে নেন। সকাল দশটায় স্কুল থেকে শিক্ষিকা শিলা আক্তার মোবাইল ফোনে সামিয়া পরীক্ষা কেন্দ্রে না পৌঁছার কথা জানালে হেলাল তাদের খুঁজতে বের হন। কিন্তু স্ত্রী এবং দুই মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন হেলাল। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিখোঁজের খবরটি সব জায়গায় দেওয়া হয়েছে। নিখোঁজদের খুঁজে বের করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ