হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় মনির হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে লক্ষ্মীপুর-রামগতি সড়কের হাজিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন রামগতি উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে। তিনি কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ ভোরে সদরের পিয়ারাপুর কাঁচাবাজার থেকে মালামাল কিনে পিকআপে করে রামগতির দিকে যাচ্ছিলেন মনির হোসেন। পিকআপটি হাজিরহাট এলাকায় পৌঁছালে অপর পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান মনির। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের স্বজন মাওলানা হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনির হোসেন কাঁচামালের ব্যবসা করতেন। আজকেও পিয়ারাপুর থেকে বিভিন্ন কাঁচাবাজারের মালামাল কিনে রামগতির দিকে যাওয়ার সময় পিকআপের ধাক্কায় মারা যান তিনি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, পিকআপের ধাক্কায় মনির হোসেন নামে এক কাঁচামালের ব্যবসায়ী নিহত হন। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫