হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

ঘূর্ণিঝড় রিমাল: লক্ষ্মীপুরে প্রস্তুত ১৮৯ আশ্রয়কেন্দ্র, উপকূলীয় এলাকাজুড়ে মাইকিং

লক্ষ্মীপুর প্রতিনিধি

ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় লক্ষ্মীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

ঘূর্ণিঝড় মোকাবিলায় ১৮৯টি আশ্রয়কেন্দ্রকে বসবাসের উপযোগী করে তোলা হয়েছে। পাশাপাশি ৬৪টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রায় সাড়ে ৩০০ মেট্রিক টন চাল ও ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মজুত রাখা হয়েছে শুকনো খাবার। 

এদিকে রাতে উপকূলীয় এলাকায় ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাইকিং করা হয়েছে। চর আবদুল্লাহ, চর গজারিয়া, বয়ারচর, তেলির চর, চর মেঘা, চরকাচিয়া ও জরঘাসিয়াসহ বিভিন্ন চরাঞ্চলের মানুষকে নিরাপদে সরিয়ে নিতে প্রশাসন নানান উদ্যোগ নিয়েছেন। 

এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লক্ষ্মীপুর-ভোলা ও বরিশাল নৌ-রুটে সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া ১৮৯টি আশ্রয়কেন্দ্রকে বসবাসের উপযোগী করে তোলা হয়েছে। যেন দুর্যোগের মধ্যে সবাই নিরাপদে আশ্রয় নিতে পারে। ৬৪টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা ও উপজেলায় কন্ট্রোলরুম খোলা হয়েছে।

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫

লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ৫ রাইফেল ও একটি এলজি উদ্ধার

লক্ষ্মীপুরে ওয়ার্কশপে অস্ত্র তৈরির কারখানা, পিস্তল ও সরঞ্জাম উদ্ধার

লক্ষ্মীপুরে বিএনপি কর্মী খুন: প্রধান অভিযুক্ত যুবদল কর্মী ঢাকা থেকে গ্রেপ্তার