হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

মারা গেছেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন

প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রুহুল আমিন (৭৫) মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদ্‌রোগ, প্যারালাইজডসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। 

মরহুমের বড় ছেলে মো. জাহিদ হোসেন বলেন, গতকাল বুধবার সকালে বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেলে দ্রুত ঢাকায় নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে ঢাকার পপুলার হাসপাতালে মারা যান তিনি। 

মরহুমের পরিবার সূত্রে জানা যায়, আজ বাদ আছর রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ আদায়ের পর আঙ্গারপাড়া নোয়া বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। তাঁর স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। 

রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র হানিফ পাটোয়ারি বলেন, এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা (১৯৭৯-৮০ ইং) ও উপজেলা বিএনপির সভাপতি মরহুম রুহুল আমিন গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন। দলের জন্য নিবেদিত প্রাণ একজন সৈনিক জীবনের শেষদিন পর্যন্ত বিএনপিকে বুকে আগলে রেখেছেন। 

রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. মামুন আহম্মেদ, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আবদুর রহিম ভিপিসহ বিএনপি ও বিভিন্ন দলের নেতা–কর্মীরা। 

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ