হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে নিখোঁজের ৩ দিন পর যুবতীর লাশ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে নিখোঁজের তিন দিন পর পারুল বেগম (২৫) নামে এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও অথবা ধর্ষণের পর তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ পরিত্যক্ত ঘরে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

এর আগে গত সোমবার বিকেল পারুল বেগম নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। তিনি সদর উপজেলার টুমচর এলাকার নুর নবীর মেয়ে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকেলে মজুচৌধুরীরহাট এলাকায় কোল্ডস্টোরের/// পাশে শিশুরা খেলা করছিল। এ সময় শিশুরা পরিত্যক্ত ঘরে লাশ দেখে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পারুল বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

নিহতের স্বজনেরা জানান, পারুল বেগম স্বামী পরিত্যক্তা। সোমবার বিকেলে বিসিক শিল্পনগরীতে কাজ করার উদ্দেশেই বাড়ি থেকে বের হন। পরে আর তাঁর কোনো সন্ধান পাননি। পারুল বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি তাঁদের। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পারুল বেগম নামে এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহ ও অথবা ধর্ষণের পর তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ পরিত্যক্ত ঘরে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।’

মো. মোসলেহ উদ্দিন আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু