হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে স্কুলের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। আজ মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে রয়েছে রতনেরখিল ভিক্টরিয়া ক্লাব, রতনপুন ক্রীড়া ও সমাজ সেবা কল্যাণ ক্লাব, তরুন ক্লাব, দূরবার জাগরনী ক্লাব, মাতৃবন্ধন বাংলাদেশসহ ২০টি স্বেচ্ছাসেবী সংগঠন।

সমাবেশে বক্তব্য রাখেন, মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌরভ হোসেন রুবেল পাটওয়ারী, স্বেচ্ছাসেবী ও ছাত্রলীগ নেতা আবু তালেব, রাসেল আহমেদ ও আমজাদ হোসেন প্রমুখ।

সমাবেশে মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌরভ হোসেন রুবেল পাটওয়ারী বলেন, ‘মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠান। প্রতি বছরে এই বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ছাড়া স্কুলের আন্ত: জেলা ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে একটি নতুন ভবন নির্মাণের জন্য প্রায় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান নিজের সুবিধার জন্য মাঠের পশ্চিম পাশে ভবন নির্মাণের কাজ শুরু করে। এতে স্কুলের শিক্ষার্থীদের খেলার মাঠ ও খেলাধুলার পরিবেশ থাকবে না। তাই যেখানে ভবন নির্মাণের জন্য বরাদ্দ এসেছে। সেই জায়গায় ভবন নির্মাণের দাবি জানায়। তা না হলে আরও কঠোর কর্মসূচি প্রদান করা হবে।’

সমাবেশে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট মাহাবুবুল আলম টিপু বলেন, ‘খেলার মাঠ যেন নষ্ট না হয়। সেদিকে স্কুল কর্তৃপক্ষের দৃষ্টি রয়েছে। খেলার পরিবেশ বজায় থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন বলেন, ‘মান্দারী একটি ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠান। আমি এ বিদ্যালয়ের ছাত্র ছিলাম। একদিকে বিদ্যালয় ভবন দরকার। অন্যদিকে খেলার মাঠ না থাকলে শিক্ষার্থীরা খেলাধুলা করতে সমস্যা হবে। দুইদিক বিবেচনা করে কাজ করতে হবে।’

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা