হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

প্রবাসীর স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করেছিল দুর্বৃত্তরা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে এক প্রবাসীর বাসা থেকে তাঁর স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢোকা ডাকাতেরা তাঁর হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে বলে দাবি প্রতিবেশী ও স্বজনদের। গতকাল সোমবার রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের নুরু মাস্টারের বাড়িতে ঘটনাটি ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নাজমুন নাহার মিয়ারবেড়ী এলাকার সৌদিপ্রবাসী মো. নুরুজ্জামানের স্ত্রী। তিনি বাসায় একাই ছিলেন। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে প্রতিবেশীরা ঘর থেকে বের হয়ে ওই বাসার দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে নাজমুন নাহারের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে। পরে প্রতিবেশীরা তার দুই মেয়েসহ স্বজনদের খবর দেয়। তারপর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। 

নিহতের স্বজনেরা জানান, নাহারের দুই মেয়ে বিবাহিত। মেয়েরা স্বামীর বাড়িতে থাকেন। নাহারের স্বামী নুরুজ্জামান কর্মস্থল সৌদিতে আছেন। বাসায় তিনি একাই থাকেন।

নাহারের মেয়েজামাই মো. নজীর জানান, তাঁর শাশুড়ি একাই বাসায় থাকতেন। রাতের কোনো একসময় বাসার পাশের আমড়াগাছ দিয়ে ওপরে উঠে ভেন্টিলেটর ভেঙে ডাকাতেরা ঘরে ঢোকে। পরে শাশুড়িকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। একপর্যায়ে ডাকাতদল বাসায় থাকা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। তবে কী পরিমাণ জিনিসপত্র নিয়ে গেছে সে তথ্য দিতে পারেননি তিনি। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, আসামি ৩৮৭

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩