হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কেন্দ্র দখল করে ভোট ছিনতাইয়ের অভিযোগ, যুবলীগ নেতা কারাগারে

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও ৬ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য হাসান মাহমুদ আপেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে দীর্ঘ শুনানি শেষে লক্ষ্মীপুর আদালতের বিচারিক হাকিম মো. তারেক আজিজ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গত বছরের ২৪ জুন উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সজিব নামের এক ভোটার কেন্দ্রে ভোট দিতে গেলে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করার অভিযোগে আদালতে আপেলের বিরুদ্ধে মামলা দায়ের হয়। 

বাদী পক্ষের আইনজীবী মো. কামরুল হাসান রনি বলেন, ‘গত বছরের ২১ জুন হাজিরহাট ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রটি আসামি পক্ষের বাড়ির দরজায় হওয়ায় সদস্য প্রার্থী হাসান মাহমুদ আপেল ও তাঁর লোকজন সকল ভোটারদের এলোপাতাড়ি পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট কেটে নেয়। সজিব আরেক সদস্য প্রার্থী কবির হোসেনের লোক হওয়ায় তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে, মাথা ফাটিয়ে দেয় প্রধান আসামি আপেলসহ তাঁর লোকজন। পরে সজিব আপেলকে প্রধানসহ ১৮ জনের নাম উল্লেখ করে মামলা করলে আদালত কমলনগর থানাকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। কমলনগর থানা দীর্ঘ পর্যালোচনা শেষে ১০ জনের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আজ ওই মামলার শুনানির তারিখ থাকায় আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। দীর্ঘ শুনানি শেষে আদালত প্রধান আসামি হাসান মাহমুদ আপেলের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’ 

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫