হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কোনো রাষ্ট্রের তাঁবেদারি চলবে না, জনগণের কথায় দেশ চলবে: অলি আহমদ

লক্ষ্মীপুর প্রতিনিধি

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, এ দেশে আর কোনো রাষ্ট্রের তাঁবেদারি চলবে না। দেশ চলবে জনগণের কথায়। বাংলাদেশে স্বাধীনতার সময় পাকিস্তানি সেনারা যখন এ দেশ থেকে পালানোর সুযোগ খুঁজেছে, যখন দেশ বিজয়ের দ্বারপ্রান্তে, তখন ভারতের সেনাদের আগমন। 

অলি আহমদ বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে ভারতের কথা ও আওয়ামী লীগের কথা শুনতে হচ্ছে। এবার দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করেছে এ দেশের ছাত্র-জনতা। যেটা পৃথিবীর কোনো দেশে সম্ভব হয়নি বা হবে না। 

আজ রোববার সকালে লক্ষ্মীপুর শহর জামায়াতের বন্যার্তদের ত্রাণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ১৭ বছর ধরে এ দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। এখন তারা ভোট দিতে অপেক্ষা করছে। তাই দেশের বিভিন্ন সেক্টর সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান এই নেতা। 

অলি আহমেদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তাঁর দোসর ও দালালেরা এখনো রয়েছে। তাদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি সেই সময়ের প্রত্যেক আমলা ও মন্ত্রী এবং এমপিরা দুর্নীতি করে সম্পদের যে পাহাড় বানিয়েছেন, তা দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্ত করতে হবে। 

পরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন এলডিপির চেয়ারম্যান। এ সময় বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি ড. রেজাউল করিম, জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূইয়া, সেক্রেটারি ফারুক হোসাইন নুর নবী প্রমুখ। এরপর সদর উপজেলার মান্দারী বাজারে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের পরিবারের সঙ্গে  মতবিনিময় সভা করেন এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ জামায়াতের নেতৃবৃন্দ।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু