হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধকারীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর-ঢাকা সড়কের আলিয়া মাদ্রাসা, বাস টার্মিনাল ও লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার রাস্তার মাথাসহ বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন অবরোধকারীরা। পরে পুলিশ এসে সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে ফেলে। 

এ ছাড়া জেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে শহরে ছোট যানবাহনগুলো চলাচল করছে। বিভিন্ন স্থানে সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শহরের বেশির ভাগ দোকানপাট বন্ধ রয়েছে। 

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ বলেন, মামলা, হামলা এবং অন্যায়ভাবে নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। নির্যাতন ও নিপীড়ন করে আন্দোলন বন্ধ করা যাবে না। অবরোধের প্রথম দিন বিভিন্ন স্থানে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি সিদ্দিক জানান, অবরোধে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেদিকে পুলিশের নজর রয়েছে। সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। যান চলাচল করছে। এখন পর্যন্ত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার আশঙ্কায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, আসামি ৩৮৭

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩