হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের পলোয়ানপুল ও চরচামিতা এলাকায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে হওয়া এ দুই দুর্ঘটনায় দুজন আহত হয়েছে। 

বুধবার দুপুরে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের পলোয়ানপুল এলাকায় একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মো. ইকবাল হোসেন নিহত হন। তিনি কমলনগর উপজেলার চরফলকন এলাকার দুলাল হোসেনের ছেলে। এ ঘটনায় মিরাজ হোসেন নামের আরেক ব্যক্তি গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে একই সড়কের চরচামিতা এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আরেক মোটরসাইকেল আরোহী নিহত হন। গুরুতর আহত হন একজন। দুজনের কারও পরিচয়ই এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। 

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে লক্ষ্মীপুর থেকে ইকবাল হোসেনসহ দুজন মোটরসাইকেলযোগে চট্টগ্রামে ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের পলোয়ানপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইকবাল হোসেন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মিরাজ হোসেনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, দুটি দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছে। তবে নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অন্যজনের পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন