হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রামগতিতে বীর মুক্তিযোদ্ধা জবিউল হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে বীর মুক্তিযোদ্ধা জবিউল হক মাস্টারকে পিটিয়ে হত্যার মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি জুয়েল হাওলাদারকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ নোয়াখালী। আজ বুধবার ভোরে ঢাকার আশুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুয়েল হাওলাদারের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজেন্ডার ইউনিয়নের সেবা গ্রামে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান। তিনি জানান, বীর মুক্তিযোদ্ধা জবিউল হক মাস্টার হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি জুয়েল গ্রেপ্তার এড়াতে অনেক দিন ধরে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজেন্ডার এলাকায় জমি থেকে মাটি কাটার জেরে ২০০৯ সালের ২৩ জুন বেলা ১১টার দিকে প্রতিবেশী আবদুর রশিদের ছেলে আলাউদ্দিন চৌধুরীর (৫৪) নির্দেশে আসামিরা মুক্তিযোদ্ধা জবিউল হকের ওপর হামলা চালান। এ সময় কাঠ দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। পরে মুক্তিযোদ্ধা জবিউল হককে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি।

জবিউল নিহত হওয়ার ঘটনায় তাঁর ভাই হাজি নুরুল ইসলাম বাদী হয়ে আলা উদ্দিনকে প্রধান আসামি করে ১৩ জনের নামের রামগতি থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১১ সালের ২১ মে মামলাটির তদন্ত প্রতিবেদন দেন লক্ষ্মীপুর সিআইডি পুলিশের পরিদর্শক বশির আহাম্মদ।

ওই মামলায় স্থানীয় আলা উদ্দিন, আবদুল্লাহ, মাহবুব, স্বপন, জুয়েল ও মাকসুদ হাওলাদারের নামে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। শুনানি শেষে ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে গত ১৫ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক আজিজুল হক মামলার ৫ নম্বর আসামি জুয়েলের মৃত্যুদণ্ডাদেশ এবং ৩ নম্বর আসামি মাহবুব মাফুকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন