হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া এলাকায় স্ত্রী আরজু বেগম হত্যা মামলায় স্বামী কামাল উদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়। আজ বুধবার দুপুরের দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিরাজুদ্দৌলা কুতুবী এই রায় প্রদান করেন। 

রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত আসামি কামাল উদ্দিন। কামাল উদ্দিন সদর উপজেলার ভল্লবপুর এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. আবুল বাসার জানান, যৌতুকের কারণে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়। এই রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদী সন্তুষ্ট প্রকাশ করেছেন বলে জানান তিনি। 
 
আদালত ও মামলা সূত্র জানায়, সদর উপজেলার হাজিরপাড়া এলাকায় ২০০৯ সালের ২ জানুয়ারি রাতে পারিবারিক বিরোধ ও যৌতুক না পাওয়ায় স্ত্রী আরজু বেগমকে হত্যা করে স্বামী কামাল উদ্দিন। পরদিন নিহত আরজু বেগমের ভাই জগলুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি করা হয় কামাল উদ্দিনকে। একই বছর কামাল উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ শুনানি, ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে ১৩ বছর পর এ রায় দিলেন আদালত। 

জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. আবুল বাসার রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ত্রী হত্যা মামলায় স্বামী কামাল উদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদী সন্তুষ্ট প্রকাশ করেছেন বলে জানান তিনি। 

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা