হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক মফিজুর, সদস্যসচিব মালেক

লক্ষ্মীপুর প্রতিনিধি

জাতীয় অর্থনীতির জেলা প্রতিনিধি মফিজুর রহমান মাস্টারকে আহ্বায়ক ও দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি মো. আব্দুল মালেক নিরবকে সদস্যসচিব করে লক্ষ্মীপুর ‘সাংবাদিক ফোরাম’-এর ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে লক্ষ্মীপুরে সম্পাদক প্রকাশক পরিষদের কার্যালয়ে সংগঠনের আহ্বায়ক ও এসএ টিভির জেলা প্রতিনিধি মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে এই ফোরাম গঠন করা হয়। 

এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের আহ্বায়ক ও দেশ টিভির জেলা প্রতিনিধি মো. কামাল হোসেন, সদস্যসচিব ও বিটিভি এবং আমাদের সময়ের জেলা প্রতিনিধি জহির উদ্দিন, অধ্যাপক আজিজুর রহমান আজম, দৈনিক সবুজ জমিন পত্রিকার সম্পাদক আফজাল হোসেন সবুজ। 

কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয় দৈনিক আলোকিত প্রতিদিনের জেলা প্রতিনিধি এসএম বেল্লাল ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি আবীর আকাশ, সদস্য দৈনিক বাংলাদেশ সময়ের রিয়াজ মাহমুদ বিনু, বর্তমান কথার কাজী ওসমান মোর্শেদ, দৈনিক স্বাধীন বাংলার নাজমুন নাহার লাকি, দৈনিক ভোরের চেতনার একে আজাদ, দৈনিক বাংলার ডাকের মো. মঞ্জুর হোসেন, দৈনিক নব অভিযানের ওমর ইউসুফ রুবেল, দৈনিক গণকণ্ঠের এমরান হোসেন ওসমান, দেশের সংবাদের তারেক উদ্দিন জাবেদ, দৈনিক মাতৃভূমির খবরের মোহাম্মদ আলী ও দৈনিক একুশে সংবাদের মোহাম্মদ আলী হোসাইন। এ সময় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রায় অর্ধশত সংবাদকর্মী উপস্থিত ছিলেন। 

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন