হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে স্কুলছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

স্কুলছাত্রী সামিয়া আক্তার সুইটিকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্বজন ও সহপাঠীরা। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ৯ম শ্রেণির ছাত্রী সামিয়া আক্তার সুইটিকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে তার সহপাঠী ও স্বজনরা। আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। স্বজনদের দাবি, তার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

মানববন্ধনে নিহত সামিয়ার বাবা সৌরভ হোসেন, মা তানুর বেগম, ভাই সিয়াম হোসেন, ইব্রাহিম মাহমুদ এবং নুর উদ্দিন বক্তব্য দেন। তাঁরা জানান, ঘটনার ১৫ দিন পার হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। দ্রুত অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত করে হত্যার পেছনের কারণ এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি দিবাগত রাত ৪টার দিকে রামগতি উপজেলার চররমিজ এলাকায় নিজ ঘরে ঘুমিয়ে ছিল সামিয়া আক্তার সুইটি। এ সময় জানালা দিয়ে কেরোসিন ঢেলে সামিয়ার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ অবস্থায় সামিয়াকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৯ জানুয়ারি হাসপাতালে তার মৃত্যু হয়।

এই ঘটনায় ২১ জানুয়ারি সামিয়ার বাবা সৌরভ হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রামগতি থানায় একটি হত্যা মামলা করেন। আজ রোববার মানববন্ধনের পর বিষয়টি জানাজানি হলো।

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন