হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধ: বিদ্যালয় ভবনসহ আসবাবপত্র ভাঙচুর, তছনছ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে একটি বিদ্যালয় ভবন ও আসববাপত্র ভাঙচুর করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের আসবাবপত্র তছনছ করা হয়। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার পালেরহাট মডেল একাডেমিতে এই ভাঙচুর চালানো হয়।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির জমি নিয়ে তোফায়েল আহমেদদের সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ কামালের বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলা হলে আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে রাতের অন্ধকারে সন্ত্রাসীরা বিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ কামাল বলেন, ‘২০১৪ সাল থেকে সুনামের সঙ্গে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়ের এই সম্পত্তির মালিক আমার মা হলেও মায়ের চাচাতো ভাই তোফায়েল আহমেদ, আবু তাহের জমির মালিকানা দাবি করছেন। এ নিয়ে একাধিকবার বৈঠক হলেও তাঁরা জমির কোনো কাগজপত্র দেখাতে পারেননি। গত রাতে তাঁরা দলবল নিয়ে বিদ্যালয়ে ভাঙচুর চালায়। পরে ৯৯৯ কল দিলে পুলিশ গেলে হামলাকারীরা পালিয়ে যায়।’

তোফায়েল ও আবু তাহের এই সম্পত্তি নিজেদের দাবি করলেও এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তাঁদের পক্ষে সোহাগ হোসেন নামের একজন বলেন, বিদ্যালয়টি ২০১৪ সালে কর্তৃপক্ষ ভাড়া নেয়। এরপর তারা জাল দলিল করে সম্পত্তি নিজেদের দাবি করে আসছে। তাই দলবল নিয়ে রাতে সম্পত্তি উদ্ধার করা হয়েছে।

বিদ্যালয়ের একাধিক অভিভাবক বলেন, সম্পত্তি নিয়ে বিরোধ থাকলে তা নিরসনে দেশে আইন রয়েছে। এভাবে একটি বিদ্যালয়ে ভাঙচুর চালানো মেনে নেওয়া যায় না। সামনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। বিদ্যালয়ে প্রায় আড়াই শ শিক্ষার্থী পড়ালেখা করছে। এ সংকট নিরসন না হলে তাদের পড়ালেখায় বিঘ্ন ঘটবে।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনিছ উজ জামান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতে পুলিশ গিয়ে ভাঙচুরের সত্যতা পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর পুলিশ চলে গেলে আবারও তারা ভাঙচুর চালায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, আসামি ৩৮৭

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩