হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

নিখোঁজ নারী শ্রমিকের মরদেহ উদ্ধার, থানায় হত্যা মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মজু চৌধুরীর হাটের পুরোনো কোল্ড স্টোর থেকে পারুল বেগম নামের এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে অজ্ঞাতনামাদের আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন পারুলের বাবা নুরনবী। গতকাল বুধবার বিকেলে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার বিকেলে কর্মস্থল বিসিক শিল্পনগরীতে আসার পথে নিখোঁজ হন তিনি। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করে এই হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে মজু চৌধুরীর হাট এলাকায় কোল্ড স্টোরের পাশে শিশুরা খেলছিল। এ সময় ওই শিশুরা পরিত্যক্ত ঘরে পারুল বেগমের মরদেহ দেখে চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবারের সদস্যরা জানান, পারুল বেগম গত সোমবার বিকেলে বিসিক শিল্পনগরীতে কর্মস্থলে আসার জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না এলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে: লক্ষ্মীপুরে এ্যানি

লক্ষ্মীপুরে ‘অস্ত্র কারখানার মালিক’ নুর উদ্দিন গ্রেপ্তার

উঠান বৈঠক চলার সময় বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা-ভাঙচুর, গুলিবিদ্ধসহ আহত ১৫

লক্ষ্মীপুরে কবরস্থান থেকে ৫ রাইফেল ও একটি এলজি উদ্ধার

লক্ষ্মীপুরে ওয়ার্কশপে অস্ত্র তৈরির কারখানা, পিস্তল ও সরঞ্জাম উদ্ধার