হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

গ্রেপ্তার রাকিবুল হাসান। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ফতেহপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রাকিবুল হাসান দক্ষিণ চণ্ডীপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানিয়েছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলায় রাকিবুল হাসানের সম্পৃক্ততা রয়েছে। পাশাপাশি তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন। এ ছাড়া, তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্থানে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে ফতেহপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা এবং সন্ত্রাসবিরোধী কার্যকলাপের অভিযোগে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন