হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি

ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ছবি : আজকের পত্রিকা

লক্ষ্মীপুরের রামগঞ্জে তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামের কারি সাহেবের বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা কেউ বলতে পারেনি। নিহত তাজিয়া বেগম কারি সাহেবের বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতের স্বামী আবদুল মান্নান এশার নামাজের আজান দিলে মসজিদে নামাজ পড়তে যান। সেখান থেকে তিনি এসে দেখেন রান্নাঘরে তাঁর স্ত্রী তাজিয়া বেগম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আবদুল মান্নানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাঁরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে কে বা কারা কী কারণে তাজিয়া বেগমকে হত্যা করেছে, তা জানা যায়নি। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চালানো হবে।

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন