হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে হরতালের সমর্থনে মিছিল, দুটি বাস ভাঙচুর

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে লক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে হরতাল সমর্থনকারীরা। সকালে শহরের উত্তর তেমহুনী এলাকায় হরতালের সমর্থনে বিএনপির মিছিল শেষে দুটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে আসার আগে পালিয়ে যায় হরতালকারীরা। 

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তর তেমহুনী এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে দুটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। জড়িতদের ধরতে অভিযান চলছে। নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এদিকে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের বেড়ির মাথা এলাকায় শিবিরের নেতা-কর্মীরা মিছিল করতে চাইলে ধাওয়া দেয় পুলিশ। সকালে দালাল বাজার, মিয়া রাস্তার মাথা ও ভবানীগঞ্জ এলাকায়সহ বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিক্ষোভ করে বিএনপিসহ সমমনা দলগুলো। 

অন্যদিকে বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে শহরে তিন চাকার ছোট যানবাহন চলাচল করছে।

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন