হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কমলনগরে নৌকাডুবির ঘটনায় বাবার মৃত্যু, ১৩ দিনেও মেলেনি ছেলের সন্ধান

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনার ১৩ দিনেও নিখোঁজ নুর উদ্দিনের (২৮) সন্ধান মেলেনি। গতকাল বুধবার নিখোঁজ নুর উদ্দিনের ছোট ভাই সালাউদ্দিন সন্ধান না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৬ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ হন। তিন দিন পরে বাবা নুরুজ্জামানের (৫০) মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুরুজ্জামান ও নিখোঁজ নুর উদ্দিন উপজেলার চরফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাজিরা এলাকার বাসিন্দা। 

জানা যায়, গত ৬ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে মেঘনার মাতাব্বরহাট এলাকায় মাছ ধরার সময় পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় চারজন জেলে বেঁচে ফিরলেও নিখোঁজ হন বাবা-ছেলে। এর তিন দিন পর গত ৯ নভেম্বর সকাল ১০টায় মেঘনার মতিরহাট এলাকা থেকে বাবা নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। 

নিখোঁজ নুর উদ্দিনের সন্ধানে উপকূলীয় থানাগুলোতে বার্তা দিয়ে রেখেছে পুলিশ। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলসহ আশপাশে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। স্বজনেরা নদীতীরবর্তী এলাকায় সন্ধান চেয়ে মাইকিং করেছেন। 
 
এ বিষয়ে স্বজনেরা জানান, নুর উদ্দিন একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে যান। কিন্তু তিনি সাঁতার জানতেন না। ধারণা করা হচ্ছে, সাঁতার না জানার কারণে নুর উদ্দিনকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুজনই নিখোঁজ হন। পরে বাবার মরদেহ উদ্ধার করা হলেও ছেলে এখনো নিখোঁজ রয়েছেন। 

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন