হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

স্বামীকে হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া নারী ফেনীতে গ্রেপ্তার

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

লক্ষ্মীপুরে স্বামীকে শ্বাসরোধে হত্যার অপরাধে গত ১১ এপ্রিল দেলু বেগমকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এ ঘটনায় পলাতক অবস্থায় গতকাল শুক্রবার রাতে ফেনী শহরের বিজয় সিংহ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

দেলু বেগম লক্ষ্মীপুর সদর উপজেলার কালীদাস গ্রামের মহরম আলী মোহনের স্ত্রী। এ ছাড়া তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ চণ্ডীপুর এলাকার আব্দুল খালেকের মেয়ে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম। তিনি বলেন, ‘দেলু বেগমকে আজ শনিবার লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

মোহাম্মদ সাদেকুল জানান, পারিবারিক কলহের জেরে ২০১১ সালের ৩০ মার্চ রাতে স্বামী মহরমকে শ্বাসরোধে হত্যা করেন দেলু। পরদিন মহরমের মা জাহানারা বেগম বাদী হয়ে পুত্রবধূ দেলুকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ দেলুকে গ্রেপ্তার করে। তিন মাস কারাগারে থাকার পর জামিন পেয়ে আত্মগোপনে যান তিনি। 

মামলার তদন্ত কর্মকর্তা ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর দেলুকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। মামলার বিচারকাজ শেষে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত চলতি বছরের ১১ এপ্রিল দেলুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয় বলে জানায় র‍্যাব।

আদালতের রায়ের পর আসামি দেলুকে ধরতে অভিযানে নামে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাঁকে ফেনী শহরের বিজয় সিংহ এলাকা থেকে গ্রেপ্তার করেন র‍্যাব সদস্যরা।

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন