হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

আ.লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি

শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতে ছাত্রলীগের সাবেক নেতা জুম্মান সোলতান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। 

মামলায় উপজেলা বিএনপির সহসভাপতি সফিক ভূঁইয়া ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সফিকুল আমলসহ ৫৩ জনের নামে এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ ভোররাতে রায়পুর শহরে অভিযান চালিয়ে বিএনপি কর্মী সোহেল হোসেন ও ইব্রাহিম খলিল নামে দুজনকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  অ্যাডভোকেট হাসিবুর রহমান অভিযোগ করে জানান, শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালান আওয়ামী লীগের কর্মীরা। এখন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উল্টো মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। দ্রুত মামলা প্রত্যাহারের আহ্বান ও হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করে জুম্মান সুলতান বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। 

উল্লেখ্য, গতকাল রায়পুর উপজেলা পরিষদের সামনে শহীদ মিনারে শ্রদ্ধা জানান বিএনপির নেতৃত্বে যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর পর শহরের দিকে যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনার জের ধরে হল রোড ও বাসস্টেশন এলাকায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

লক্ষ্মীপুরে ৪টি বসতঘরে আগুন, শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন ভাই আটক

লক্ষ্মীপুরের ৪টি আসন: সর্বত্র ভোটের আমেজ

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

‘১০ হাজার টাকার বিনিময়ে নির্বাচন অফিসে আগুন’

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: দগ্ধ আরেক সন্তানের মৃত্যু

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

বিজয় দিবসের নাটকে নারী নির্যাতনের দৃশ্যে পাঞ্জাবি-টুপি নিয়ে জামায়াত নেতাদের আপত্তি, উত্তেজনা

নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিজয় দিবস উদ্‌যাপন